নিজস্ব প্রতিবেদক : শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ নাসির উদ্দিন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।আজ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা ধানমন্ডির ফারাবী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
সৈয়দ নাসিরের ভাই গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মনিরুজ্জামান বসির এ তথ্য নিশ্চিত করেছেন।
সৈয়দ নাসির দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৫৮ বছর। স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
এর আগে তিনি গোসাইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।
সৈয়দ নাসির উদ্দিনের মৃত্যুতে পানিসম্পদ উপমন্ত্রী ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য একেএম এনামুল হক শামীম, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার ও সাধারণ সম্পাদক অনল কুমার দে। শরীয়তপুর ফাউন্ডেশনের সভাপতি মোঃ বাবুল হোসেন জমাদার ও মহাসচিব মোঃ বাচ্চু বেপারী শোক প্রকাশ করেছেন।