ক্রাইম প্রতিবেদক: যশোর টাউন হল মাঠে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে আজ বুধবার (০৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় বিজয়ের সাংস্কৃতিক উৎসবের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন কুমার ভট্টাচার্য্য ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার।
পুলিশ সুপার তার বক্তব্যের শুরুতেই বাঙালি জাতির গর্বিত সন্তান বীর মুক্তিযোদ্ধাগণের প্রতি বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে উপস্থিত সকলকে মহান বিজয়ের শুভেচ্ছা জানান।
তিনি বলেন, যশোর হলো ঐতিহ্যবাহি জেলা এবং প্রথম স্বাধীন জেলা।
তিনি আরো বলেন, আসুন সকল প্রকার অপসংস্কৃতি, অপকর্ম ও দুর্বৃত্তায়ন পরিহার করে আমরা মুক্তবুদ্ধির মানুষ এবং মুক্তচিন্তার মানুষ হিসাবে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ মাননীয় প্রধান মন্ত্রীর নেতৃত্বে কায়েম করি।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান।
এসময় আরো উপস্থিত ছিলেন সম্মানিত মুক্তিযোদ্ধাগণ, যশোর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন পেশাজীবি শ্রেণীর মানুষ।
Post Views: 229