নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের আয়োজনে জার্মান রেড ক্রসের সহযোগিতায় যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর বাস্তবায়নে “দুর্যোগ ঝুঁকি প্রশমনে স্বেচ্ছাসেবকদের ভূমিকা” শীর্ষক মত বিনিময় সভা আজ বুধবার (০৮ ডিসেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, সকল দুর্যোগে সবার আগে যুব স্বেচ্ছাসেবকরা ঝাঁপিয়ে পড়ে। করোনাকালীন সময়ে আমাদের স্বেচ্ছাসেবকরা মাস্ক বিতরণ, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, সচেতনতামূলক মাইকিং ও রাতের জেলা প্রশাসনের ত্রাণ বিতরণ কার্যক্রমে স্বতঃফূর্ত অংশগ্রহণ ছিল। স্বেচ্ছাসেবকরা সব সময় মানব সেবায় অবদান রেখে যাচ্ছে।
উদ্ধোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ও জেলা রেড ক্রিসেন্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম।
যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর যুব প্রধান গাজী মো. ইফতেকার হোসেন ইমুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আ.স.ম. জামশেদ খোন্দকার, জেলা দূর্যোগ ও ত্রাণ কর্মকর্তা সজীব কুমার চক্রবর্ত্তী, জেলা রেড ক্রিসেন্টের সেক্রেটারী মো. আসলাম খান।
যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর সাংগঠনিক বিভাগীয় প্রধান তানভীর আহমেদ চৌধুরী মাহিন এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্টের ইউনিট লেভেল অফিসার আব্দুর রশিদ খান। এছাড়াও বিনিময় সভায় অংশগ্রহণ করে বাংলাদেশ স্কাউটস, ইপসা, বেটার ফিউচার বাংলাদেশ, তৃণমূল সাংস্কৃতিক সংগঠন এর প্রতিনিধিরিা।