ভারতের তামিলনাড়ুতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় আহত প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল বিপিন রাওয়াত ও তার স্ত্রী মধুলিকা রাওয়াতসহ ১৩ জন নিহত হয়েছেন।আজ বুধবার (৮ ডিসেম্বর) ভারতীয় বিমান বাহিনীর টুইটের বরাত দিয়ে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে টাইমস অফ ইন্ডিয়া।

বুধবার দুপুর ১২টা ৪০ মিনিটে তামিলনাড়ুর কুন্নুরে এক জঙ্গলের ওপর ভেঙে পড়ে হেলিকপ্টারটি। বিধ্বস্ত ওই হেলিকপ্টারে ভারতের প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াতসহ ১৪ জন সামরিক কর্মকর্তা ছিলেন। তাদের মধ্যে বিপিন রাওয়াতের স্ত্রী, প্রতিরক্ষা সহকারী, নিরাপত্তা সহকারী এবং ভারতীয় বিমান বাহিনীর পাইলটরা ছিলেন।

দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন বিপিন রাওয়াত। তাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

ভারতের তামিলনাড়ুতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় আহত প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল বিপিন রাওয়াত ও তার স্ত্রী মধুলিকা রাওয়াতসহ ১৩ জন নিহত হয়েছেন।আজ বুধবার (৮ ডিসেম্বর) ভারতীয় বিমান বাহিনীর টুইটের বরাত দিয়ে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে টাইমস অফ ইন্ডিয়া।

বুধবার দুপুর ১২টা ৪০ মিনিটে তামিলনাড়ুর কুন্নুরে এক জঙ্গলের ওপর ভেঙে পড়ে হেলিকপ্টারটি। বিধ্বস্ত ওই হেলিকপ্টারে ভারতের প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াতসহ ১৪ জন সামরিক কর্মকর্তা ছিলেন। তাদের মধ্যে বিপিন রাওয়াতের স্ত্রী, প্রতিরক্ষা সহকারী, নিরাপত্তা সহকারী এবং ভারতীয় বিমান বাহিনীর পাইলটরা ছিলেন।

দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন বিপিন রাওয়াত। তাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।