নিজস্ব প্রতিবেদক: সাতকানিয়ার চাঞ্চল্যকর আমজাদ হোসেন চেয়ারম্যান হত্যা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী মোঃ জসিম উদ্দিন’কে পেকুয়া এলাকা হতে গতকাল মঙ্গলবার (০৭ ডিসেম্বর) রাতে আটক করেছে র‌্যাব-৭।

এজাহার সূত্রে জানা গেছে, বিগত ৩ অক্টোবর ১৯৯৯ইং রাত সোয়া ১২ টার দিকে সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরিফের ওরস চলাকালে সোনাকানিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন (৪৫)কে নৃশংসভাবে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় ভিকটিমের স্ত্রী সৈয়দা রওশন আকতার বাদী হয়ে সাতকানিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার নং- নং-১(১০)৯৯, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড, জিআর নং-১৮৪/৯৯, দায়রা মামলা নং-২৫৮/২০০৪ইং।

গত ১৩ ডিসেম্বর ২০২০ইং তারিখ উক্ত মামলার ১০ জন আসমীকে মৃত্যুদন্ড এবং ৫ জন আসামীকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করে বিজ্ঞ আদালত। যার প্রেক্ষিতে র‌্যাব গোপন সংবাদের মাধ্যমে উপরোল্লিখিত মামলার মৃত্যুদন্ডে সাজাপ্রাপ্ত পলাতক আসামী জসীম উদ্দীন ওরফে জসীম (৪৫)কে কক্সবাজার জেলার পেকুয়া থানাধীন শিকদার পাড়া এলাকা থেকে কৌশলে আটক করতে সক্ষম হয়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সে উপরোল্লিখিত মামলার ঘোষিত রায়ের একজন মৃত্যুদন্ডে সাজাপ্রাপ্ত পলাতক আসামী।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক: সাতকানিয়ার চাঞ্চল্যকর আমজাদ হোসেন চেয়ারম্যান হত্যা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী মোঃ জসিম উদ্দিন’কে পেকুয়া এলাকা হতে গতকাল মঙ্গলবার (০৭ ডিসেম্বর) রাতে আটক করেছে র‌্যাব-৭।

এজাহার সূত্রে জানা গেছে, বিগত ৩ অক্টোবর ১৯৯৯ইং রাত সোয়া ১২ টার দিকে সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরিফের ওরস চলাকালে সোনাকানিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন (৪৫)কে নৃশংসভাবে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় ভিকটিমের স্ত্রী সৈয়দা রওশন আকতার বাদী হয়ে সাতকানিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার নং- নং-১(১০)৯৯, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড, জিআর নং-১৮৪/৯৯, দায়রা মামলা নং-২৫৮/২০০৪ইং।

গত ১৩ ডিসেম্বর ২০২০ইং তারিখ উক্ত মামলার ১০ জন আসমীকে মৃত্যুদন্ড এবং ৫ জন আসামীকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করে বিজ্ঞ আদালত। যার প্রেক্ষিতে র‌্যাব গোপন সংবাদের মাধ্যমে উপরোল্লিখিত মামলার মৃত্যুদন্ডে সাজাপ্রাপ্ত পলাতক আসামী জসীম উদ্দীন ওরফে জসীম (৪৫)কে কক্সবাজার জেলার পেকুয়া থানাধীন শিকদার পাড়া এলাকা থেকে কৌশলে আটক করতে সক্ষম হয়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সে উপরোল্লিখিত মামলার ঘোষিত রায়ের একজন মৃত্যুদন্ডে সাজাপ্রাপ্ত পলাতক আসামী।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।