নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামস্থ জামালপুর জেলা সমিতির ব্যানারে অনুষ্ঠিত হয়ে গেল জামালপুরবাসীর মিলন মেলা। গত মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাতে নগরীর এ কে খান মোড়ে আয়োজন রেষ্টুরেন্টে মনোরম পরিবেশে এই মিলন মেলা অনুষ্ঠিত হয়। বিশেষ করে নবগঠিত চট্টগ্রামস্থ জামালপুর জেলা কমিটির সকল সদস্যদের সাধারণ সভাকে ঘিরে এই মিলন মেলা।
নবগঠিত জামালপুর জেলা কমিটির সকলের সর্বসম্মতিক্রমে ইঞ্জিনিয়ার মো: শামীমকে সভাপতি এবং মো: আল আমিনকে সাধারণ সম্পাদক করা হয়।
চট্টগ্রামে বসবাসরত জামালপুর জেলার স্থায়ী বাসিন্দাদের নিয়ে এই কমিটি গঠিত হয়। অনুষ্ঠানে সভাপত্বি করেন চউক নির্বাহী প্রকৌশলী মো: শামীম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এ্যাডভোকেট দিল আফরোজ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এ্যাডভোকেট মো: রেদওয়ান, বিশিষ্ট ব্যবসায়ী মো: জালাল উদ্দিন।আরো উপস্থিত ছিলেন চট্টগ্রামে বসবাসরত জামালপুর জেলার বিভিন্ন থানার অধিবাসী বৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট দিল আফরোজ বলেন, আমার জন্ম চট্টগ্রামে , চাকুরীর সুবাধে আমি ৬৬ বছর ধরে চট্টগ্রামে বসবাস করি কিন্তু কখনো নারীরটান জামালপুরকে ভুলিনি। তিনি দিকনির্দেশনা মুলক বক্তব্যে বলেন, আপনারা সবাই একত্রিত থাকবেন। সকলের সুখে দু:খে এগিয়ে যাবেন। কখনো কারো প্রতি কুৎসা রটনা করবেন না। এখানেই আমরাই জামালপুরকে উপস্থাপন করছি। আমরা এক এক জনই জামালপুর।
সভাপতি বক্তব্যে ইঞ্জিনিয়ার মো: শামীম বলেন, জামালপুর জেলা সমিতি একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। এখানে রাজনীতি করার কোন সুযোগ নাই। এই সমিতিতে কেউ দু’বার সভাপতি কিংবা সাধারণ সম্পাদক হওয়ার কোন সুযোগ নাই। দুই বছর পর পর সমিতির কার্যকরী পরিষদ পরিবর্তন হবে। যেন নতুন নতুন নের্তৃত্ব বেরিয়ে আসে। সংগঠনে যাতে প্রাণ সঞ্চার হয় সে জন্য গঠনতন্ত্রে এটা উল্লেখ করা হয়েছে।
আরো বক্তব্য রাখেন, এ্যাডভোকেট মো: রেদওয়ান, বিশিষ্ট ব্যবসায়ী মো: জালাল উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথির উপস্থিতিতে সকলের সর্বসম্মতিক্রমে ২৭ সদস্য বিশিষ্ট একটি পুনাঙ্গ কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্যরা হলেন : সভাপতি, মোঃ শামিম, সিনিঃ সহ-সভাপতি, মোঃ জালাল উদ্দিন, সহ-সভাপতি-১, মোঃ মোজাম্মেল হক, সহ-সভাপতি-২, মোঃ মুস্তাফিজুর রহমান (শাহীন), সহ-সভাপতি-৩, মোঃ ছানোয়ার খান, সাধারণ সম্পাদক, মোঃ আল আমীন, যুগ্ম- সাধারণ সম্পাদক-১, মোঃ রহমত উল্লাহ, যুগ্ম- সাধারণ সম্পাদক-২, মোঃ সরোয়ার হোসেন আকন্দ, যুগ্ম- সাধারণ সম্পাদক-৩, মোঃ আব্দুল হালিম, অর্থ সম্পাদক, মোঃ আমিনুল বাশার, সহঃ অর্থ সম্পাদক, মোঃ ইসমাইল হোসেন ইমন, সাংগঠনিক সম্পাদক, মোঃ আমিনুল ইসলাম, সহঃ সাংগঠনিক সম্পাদক, অনুপম বাশার, দপ্তর সম্পাদক, কামরুজ্জামান রাঙ্গা, সহঃ দপ্তর সম্পাদক, মোঃ রেজাউল করিম, প্রচার সম্পাদক, মোঃ মোয়াজ্জেম হোসেন,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, মোঃ জিয়াউল হক সিহাব, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক, শ্রাবণ বাবু, সমাজ কল্যাণ সম্পাদক, মোঃ আব্দুল জলিল সরদার, মহিলা সম্পাদিকা , মুসলিমা আক্তার,নির্বাহী সদস্য (৭ জন) (প্রতি উপজেলা সংরক্ষিত) মোঃ আবু জাফর(সদর),মাহমুদুল ইসলাম নাহিদ(ইসলামপুর),মোঃ ওবায়দুর রহমান(দেওয়ানগঞ্জ),মোঃ আতিকুর রহমান(বকশিগঞ্জ),মোঃ মনিরুজ্জামান উজ্জল(মেলান্দহ), মোঃ মাসুদ রানা(সরিষাবাড়ি), মোঃ নজরুল ইসলাম, মাদারগঞ্জ।