রাজিব শর্মা : আনোয়ারা উপজেলার ১০ ইউপি নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড। পঞ্চম ধাপের এ নির্বাচনে উপজেলার ১০টি ইউনিয়নে নির্বাচন হলেও মামলা সংক্রান্ত জটিলতায় এবারও নির্বাচন হচ্ছে না ১১ নম্বর জুঁইদন্ডি ইউনিয়নে। গত রবিবার (৫ ডিসেম্বর) রাতে কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
নৌকার ১০ মাঝিরা হলেন- ১ নং বৈরাগ ইউনিয়ন নোয়াব আলী, ২ নং বারশত ইউনিয়ন এম এ কাইয়ুম শাহ, ৩ নং রায়পুর ইউনিয়ন জানে আলম, ৪ নং বটতলী ইউনিয়ন উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, ৫ নং বরুমচড়া ইউনিয়ন বীরমুক্তিযোদ্ধা মো. শামসুল ইসলাম চৌধুরী, ৬ নং বারখাইন ইউনিয়ন হাসনাইন জলিল শাকিল, ৭ নং আনোয়ারা সদর ইউনিয়ন অসীম কুমার দেব, ৮ নং চাতরী ইউনিয়ন মো. আফতাব উদ্দিন চৌধুরী, ৯ নং পরৈকোড়া ইউনিয়ন মামুনুর রশিদ চৌধুরী ও ১০ নং হাইলধর ইউনিয়ন কলিম উদ্দিন নৌকার মনোনয়ন পেয়েছেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, পঞ্চম ধাপে আনোয়ারার ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৫ জানুয়ারি। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৯ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১২ ডিসেম্বর এবং মনোনয়নপত্র প্রত্যাহাররের শেষ তারিখ ১৯ ডিসেম্বর। পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৫ জানুয়ারি ২০২২ এ।