ঢাকা : দুর্যোগে ঝুঁকি প্রশমনে স্বেচ্ছাসেবকদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। জার্মান রেডক্রসের সহযোগিতায় আয়োজিত সভায় অংশ নেয় বাংলাদেশ স্কাউটস, গার্লস গাইড এসোসিয়েশন, বিএনসিসি, জাগো ফাউন্ডেশন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, সিপিপি ও ফায়ার সার্ভিসের প্রতিনিধিরা। দুর্যোগ মোকাবেলায় সকল স্বেচ্ছাসেবী ও উন্নয়ন সংগঠনগুলো কি করে এক ছাতার নিচে এসে কাজ করতে পারে, সে ব্যাপারে একটি কার্যকর উদ্যোগ গ্রহণের উদ্দেশ্যে আয়োজন করা হয় সভার। আজ সোমবার (০৬ ডিসেম্বর) বিকেল ৩টায় সোসাইটির জাতীয় সদর দপ্তরের প্রশিক্ষণ কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন।
এসময় তিনি দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা অর্জনে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপির) পাশাপাশি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে অর্থ সহায়তা দেয়ার আশ্বাস দেন।
প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের তালিকায় যেতে দুর্যোগ মোকাবেলায় নিজের সক্ষমতা অর্জন জরুরি বলে মনে করেন, রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহ্হাব।
দুর্যোগ প্রশমনে কার্যকর ভূমিকা ও দুর্যোগ ব্যবস্থাপনাকে বিশেষ গুরুত্ব দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১ জুলাই ১৯৭৩ সালে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি) গ্রহণ করেন। সিপিপি চালুর পর থেকেই দুর্যোগে সরকারের সহযোগী হয়ে জনগণের জানমাল রক্ষায় উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
ঢাকা : দুর্যোগে ঝুঁকি প্রশমনে স্বেচ্ছাসেবকদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। জার্মান রেডক্রসের সহযোগিতায় আয়োজিত সভায় অংশ নেয় বাংলাদেশ স্কাউটস, গার্লস গাইড এসোসিয়েশন, বিএনসিসি, জাগো ফাউন্ডেশন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, সিপিপি ও ফায়ার সার্ভিসের প্রতিনিধিরা। দুর্যোগ মোকাবেলায় সকল স্বেচ্ছাসেবী ও উন্নয়ন সংগঠনগুলো কি করে এক ছাতার নিচে এসে কাজ করতে পারে, সে ব্যাপারে একটি কার্যকর উদ্যোগ গ্রহণের উদ্দেশ্যে আয়োজন করা হয় সভার। আজ সোমবার (০৬ ডিসেম্বর) বিকেল ৩টায় সোসাইটির জাতীয় সদর দপ্তরের প্রশিক্ষণ কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন।
এসময় তিনি দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা অর্জনে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপির) পাশাপাশি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে অর্থ সহায়তা দেয়ার আশ্বাস দেন।
প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের তালিকায় যেতে দুর্যোগ মোকাবেলায় নিজের সক্ষমতা অর্জন জরুরি বলে মনে করেন, রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহ্হাব।
দুর্যোগ প্রশমনে কার্যকর ভূমিকা ও দুর্যোগ ব্যবস্থাপনাকে বিশেষ গুরুত্ব দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১ জুলাই ১৯৭৩ সালে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি) গ্রহণ করেন। সিপিপি চালুর পর থেকেই দুর্যোগে সরকারের সহযোগী হয়ে জনগণের জানমাল রক্ষায় উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।