দি ক্রাইম নিউজ ডেস্ক: যশোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৬০ বোতল ফেনসিডিল ও মোটরসাইকেল উদ্ধারসহ চিহ্নিত ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।আজ সোমবার (০৬ ডিসেম্বর) এসআই মোঃ আরিফুল ইসলাম, এএসআই নির্মল কুমার ঘোষ ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে কোতয়ালী মডেল থানাধীন রাজারহাট টু মনিরামপুর গামী সড়কের কুয়াদা বাজারস্থ ইউনুচ মার্কেট এর সামনে পাঁকা রাস্তার উপর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী আসামী মোঃ আলী হোসেন(৪০), মোঃ সুমন হোসেন(২৫) ও মোঃ রাজু আহম্মেদ (২৩)কে ৬০ (ষাট) বোতল ফেনসিডিল ও একটা মোটরসাইকেল উদ্ধারসহ গ্রেফতার করেন।উদ্ধারকৃত মালামালের মূল্য ১ লাখ,২০ হাজার টাকা।
আসামীদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এ সংক্রান্তে এএসআই (নিঃ) নির্মল কুমার ঘোষ বাদী হয়ে কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন।
Post Views: 403