প্রেস বিজ্ঞপ্তি: ১৯৮৫ সালের ৫ ই ডিসেম্বর থেকে দেশব্যাপী উদযাপিত হয় আন্তজার্তিক স্বেচ্ছাসেবী দিবস। প্রতিবারের ন্যায় দিবসটি উদযাপন করে বিটা। ‘চলো মিলি একসাথে স্বেচ্ছাসেবী মনোভাবে’ এই প্রতিপাদ্যে গত ৫ ডিসেম্বর চট্টগ্রামে বিটা’র উদ্যোগে ও এ্যাকশন এইডের সহযোগিতায় দিবসটি পালন করা হয়। নগরীর মাদারবাড়ীস্থ ২৯ ওয়ার্ডের উদয়ন গলিতে অনুষ্ঠিত কর্মসূচিতে ছিল সুবিধাবঞ্চিত নারী যুবা এবং হতদরিদ্র মানুষদের জন্য ফ্রী- ডায়বেটিস পরীক্ষা এবং ব্লাড গ্রুপ পরীক্ষা। সহযোগিতায় ছিলেন লায়ন্স ক্লাব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দি লায়ন্স ক্লাবের সভাপতি মেহেদী হাসান, সদস্য মাহমুদুল হাসান, ফয়সাল উদ্দীন, হাসনাত ইভা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিটার প্রোগ্রাম অফিসার ইলা চৌধুরী এবং বিটার ইয়ুথ গন। নেতৃবৃন্দ বিটার এ ধরনের উদ্যোগে সাধুবাদ জানান এবং আগামীতেও এ ধরনের কর্মসূচি গ্রহণ করার মাধ্যমে গরীব দুখীদের স্বাস্থ্য সেবা নিশ্চিতের আহ্বান জানান।