ক্রাইম প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে কোতোয়ালী কতোয়ালী থানাধীন কদমতলী এলাকা থেকে রোহিঙ্গা মাদক ব্যবসায়ী আবুল কালাম (২৫)কে ১ হাজার ৫০ পিস ইয়াবাসহ আটক করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয় এর উপপরিচালক হুমায়ন কবীর খন্দকারের সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক এস এম আলম খান এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর একটি টিম গতকাল রবিবার সকাল সাড়ে ১০ টায় কোতোয়ালী থানাধীন কদমতলী এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীকে নাগরিককে ১ হাজার, ৫০ পঞ্চাশ পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়।
উপপরিচালক হুমায়ন কবীর খন্দকার দি ক্রাইমকে জানায়, সে চট্টগ্রাম শহরে ইয়াবা পাচার করছিল। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করার প্রস্তুতি চলছে।
Post Views: 497