নীলফামারী সদরের সোনারায় ইউনিয়নের জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সেখান থেকে পাঁচ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। আজ শনিবার (৪ ডিসেম্বর) সকালে র্যাব-১৩ এর পরিচালক রেজা আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, মাঝাপাড়া পুটিহারি এলাকার ওই বাড়িটি আজ ভোররাত থেকেই ঘিরে রাখা হয়। সেখানে অভিযান চালিয়ে পাঁচ জনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে বোমা তৈরির সরাঞ্জম ও উন্নত বিস্ফোরক ডিভাইস (আইইডি)। ঘটনাস্থলে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি টিম কাজ করছে।
তিনি আরও জানান, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য রয়েছে। এখনও কাজ চলছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
জানা গেছে, নির্জন এলাকার ওই বাড়িটি আজ শনিবার ভোররাত থেকেই ঘিরে রাখে র্যাব। ঘটনাস্থলে র্যাবের পর্যাপ্তসংখ্যক সদস্য ও স্থানীয় থানা-পুলিশের সদস্যরা আশপাশে অবস্থান নিয়েছেন। ইতিমধ্যে ঢাকা থেকে র্যাবের প্রধান কার্যালয়ের সহ-অধিনায়ক একটি হেলিকপ্টারে এসেছে ঘটনাস্থলে। রংপুর থেকে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে।