চাঁদপুরের হাজীগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার(৩ ডিসেম্বর) দুপুর ১টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সুজন, মনির ও সোহাগ। তারা সবাই বেলাশর এলাকার বাসিন্দা।
নিহতদের সঙ্গে আসা রাহিম জানান, তারা দুপুর ১২টার দিকে কুমিল্লা থেকে চাঁদপুর ঘুরতে আসার উদ্দেশ্যে রওনা হন। ছয়জন মিলে দুটি মোটরসাইকেলে চাঁদপুরে আসছিলেন। হাজীগঞ্জ উপজেলার বলাখাল এলাকায় পৌঁছালে চাঁদপুর থেকে কুমিল্লাগামী একটি বোগদাদ বাস প্রথমে মোটরসাইকেলটিকে এক পাশ থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা ৩ জন রাস্তায় পড়ে যান। এ সময় বাসটি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন।
হাজীগঞ্জ থানার ওসি মো. হারুনুর রশীদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাজীগঞ্জ বাজার থেকে বাস ও চালককে আটক করা হয়েছে।
Post Views: 619