দি ক্রাইম নিউজ ডেস্ক: মুছাপুর ৭ নং ওয়ার্ড প্রবাসী ঐক্য ফাউন্ডেশনের উদ্যোগে অনুদান বিতরণ, নতুন কার্যালয় উদ্বোধন ও নতুন কার্যকরী কমিটির ঘোষণা আজ শুক্রবার (০৩ ডিসেম্বর) মুছাপুর আবদুল্লাহ-খুরশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সীতাকুণ্ড তাহের-মনজুর কলেজের অধ্যক্ষ মুকতাদের আজাদ খান।
প্রধান অতিথির বক্তব্যে মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের নাদিম বলেন- প্রবাসীদের নানা উদ্যোগ জনগণের সেবায় আমাদের নতুন করে অনুপ্রেরণা দেয়।
অনুষ্ঠানের গেস্ট অব অনার বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান মানবিক পুলিশ খ্যাত শওকত হোসেন বলেন- প্রবাসীরা প্রকৃত দেশপ্রেমিক। তারা নিখাদ দেশপ্রেমে উব্ধুদ্ধ হয়ে সকল ত্যাগ স্বীকার করে প্রবাসে-দেশে দেশের পতাকার মর্যাদা অক্ষুণ্ন রাখে। প্রবাসীদের নিয়ে গঠিত এমনই একটি সংগঠন মুছাপুর ৭ নং ওয়ার্ড প্রবাসী ঐক্য ফাউন্ডেশন। সংগঠনটি গত দেড় বছরে এলাকার গরীব, অসহায় মানুষ, সংগঠনের সদস্য, বিভিন্ন চিকিৎসা বাবদ নগদ ছয় লক্ষ পয়ত্রিশ হাজার টাকা অনুদান প্রদান করে। আমি তাদের সেলুট জানাই। আমি মনে করি এর নেপথ্যে নায়ক সংগঠনের প্রতিষ্ঠাতা এন্ড সভাপতি মোঃ সোহেল রানা তৈয়বই প্রকৃত দেশপ্রেমিক।
সংগঠনের অর্থ সম্পাদক মোঃ সুমনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজকর্মী এম. এ. হালিম, মুছাপুর ৭ নং ওয়ার্ডের নব-নির্বাচিত মেম্বার মোঃ আনোয়ার হোসেন, মুছাপুর ৭ নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোঃ আলমগীর হোসেন আলিম, সংগঠনের প্রতিষ্ঠাতা এন্ড সভাপতি মোঃ সোহেল রানা তৈয়বের পিতা হাজী মোঃ আবুল কালাম।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা এন্ড সভাপতি মোঃ সোহেল রানা তৈয়ব, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ শিপন উদ্দিন পারভেজ এবং সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ সোহাগ। অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করেন মোঃ হেদায়েত উল্লাহ, মোঃ মাসুদ রানা, মোঃ মিলাদ, মোঃ বেলাল, মোঃ জসিম উদ্দিন, মোঃ হামিদুর রহমান স্বপন, মোঃ সুমন, মোঃ কামরুল হাসান প্রমুখ।
অনুষ্ঠানে সংগঠনের একজন সিনিয়র সদস্যের মৃত্যুতে তার পরিবারকে নগদ এক লক্ষ টাকা ও অন্য একজনকে নগদ বিশ হাজার টাকা অনুদান দেওয়ার পাশাপাশি সংগঠনের নতুন কার্যালয় উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এবং নতুন কার্যকরী কমিটি ঘোষনা করেন সন্দ্বীপ সম্মিলিত সামাজিক ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মুকতাদের আজাদ খান।