ক্রাইম প্রতিবেদক: নগরীর ইপিজেডে মানিক হোসেন নামের আড়াই বছরের এক শিশুকে চড়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে পিতার বিরুদ্ধে। এ অভিযোগ করেছেন শিশুটির মা নিজেই। এ ঘটনায় শিশুর পিতা মামুন হোসেন পলাতক রয়েছেন বলেও জানিয়েছে পুলিশ। গত বুধবার বিকেলে ফ্রি-পোর্ট-২ নম্বর মাইলের মাথা ডাস্টবিন সংলগ্ন জনির কলোনি এলাকায় এ ঘটনা ঘটলেও আজ বৃহস্পতিবার পর্যন্ত হত্যাকারী পিতাকে গ্রেফতার করা যায়নি।
পুলিশ জানায়, ভিকটিম শিশুর মা আম্বিয়া খাতুন কাজ শেষে বাড়ি ফিরে শিশুটির মুখে দাগ ও অচেতন অবস্থায় দেখতে পায়। পরবর্তীতে স্বামী-স্ত্রী একত্রে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার জন্যে বের হলেও শিশুটির পিতা ঘটনাস্থল থেকে তাৎক্ষণিকভাবে পালিয়ে যান। ওই দিন রাত ৮টার দিকে ভিকটিমকে প্রথমে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বিষয়টি নিশ্চিত করে ইপিজেড থানার ওসি মো. কবিরুল ইসলাম বলেন, পিতার চড়ের আঘাতে মানিক হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে বলে শিশুটির মা অভিযোগ করে। ঘটনার পর থেকে ওই শিশুর পিতা মামুন হোসেন পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
ক্রাইম প্রতিবেদক: নগরীর ইপিজেডে মানিক হোসেন নামের আড়াই বছরের এক শিশুকে চড়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে পিতার বিরুদ্ধে। এ অভিযোগ করেছেন শিশুটির মা নিজেই। এ ঘটনায় শিশুর পিতা মামুন হোসেন পলাতক রয়েছেন বলেও জানিয়েছে পুলিশ। গত বুধবার বিকেলে ফ্রি-পোর্ট-২ নম্বর মাইলের মাথা ডাস্টবিন সংলগ্ন জনির কলোনি এলাকায় এ ঘটনা ঘটলেও আজ বৃহস্পতিবার পর্যন্ত হত্যাকারী পিতাকে গ্রেফতার করা যায়নি।
পুলিশ জানায়, ভিকটিম শিশুর মা আম্বিয়া খাতুন কাজ শেষে বাড়ি ফিরে শিশুটির মুখে দাগ ও অচেতন অবস্থায় দেখতে পায়। পরবর্তীতে স্বামী-স্ত্রী একত্রে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার জন্যে বের হলেও শিশুটির পিতা ঘটনাস্থল থেকে তাৎক্ষণিকভাবে পালিয়ে যান। ওই দিন রাত ৮টার দিকে ভিকটিমকে প্রথমে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বিষয়টি নিশ্চিত করে ইপিজেড থানার ওসি মো. কবিরুল ইসলাম বলেন, পিতার চড়ের আঘাতে মানিক হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে বলে শিশুটির মা অভিযোগ করে। ঘটনার পর থেকে ওই শিশুর পিতা মামুন হোসেন পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।