জগৎ দাশ(বাঘাইছড়ি) সংবাদদাতাঃ বাঘাইছড়িতে পার্বত্য শান্তিচূক্তির দুই যুগ পূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী ও পথ সভা আজ বৃহস্পতিবার সকালে অনুষ্টিত হয়। ২৭ বিজেবি তথা মারিশ্যা জোনের আয়োজনে র্যালীটি জোন সদর থেকে শুরু হয়ে চৌমূহনীতে এসে পথ সভায় মিলিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমা। সভায় প্রধান অতিথি ছিলেন, ২৭ বিজিবি ও মারিশ্যা জোনের অধিনায়ক লেঃ কর্ণেল আনোয়ার হোসেন psc আর্টিলারী। তিনি পার্বত্য শান্তি চুক্তির উপর বিশেষ গুরুত্বারোপ করেন। এসময় সামরিক-বেসামরিক কর্মকর্তাগন ও সর্বস্তরের নেতা-কর্মীগণ উপস্হিত ছিলেন। সভায় ইউপি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যনদ্বয়, আওয়ামীলীগ নেত্যবৃন্দ ও পৌর মেয়র সহ অনুষ্টানের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমা বক্তব্য রাখেন।
সভা শেষে বিজিবি ক্যাম্পে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়।
Post Views: 465