প্রেস বিজ্ঞপ্তি: ক্রয় বিক্রয় ব্যাবসা বাণিজ্যের ক্ষেত্রে উদারতা মহানুভবতা ও নমনীয়তা অবলম্বন করা ইসলামের এক সু-মহান নীতি। পাশাপাশি সততা, সচ্চতা ও স্পষ্টবাদিতা নীতির অনুসরণ করা ও রাসুলে করিম (স:) এর শিক্ষা। নতুন ব্রীজ বণিক কল্যাণ সমবায় সমিতির উদ্যোগে আজ বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) অনুষ্ঠিত আজিমুশশান মিলাদ মাগফিলে প্রধান অতিথির আলোচনায় বায়তুশ শরফ মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব মাওলানা মামুনুর রশীদ নূরী উপরোক্ত কথা বলেন।
তিনি অন্য একটি হাদিসের উদ্ধতি দিয়ে আরও বলেন, ঐ সকল ব্যবসায়ীদের উপার্জন হচ্ছে সর্বোত্তম। যারা কথা বলার সময় মিথ্যা বলে না, আমানতের খেয়ানত করেনা, কথা দিয়ে বরখেলাপ করেনা, মাল ক্রয় করার সময় অযথা দোষ খুঁজে না, বিক্রয়ের সময় সীমাতিরিক্ত গুনাগুন গায় না, দেনা থাকলে আদায়ে টালবাহান করেনা। আর পাওনা থাকলে কঠোরতা প্রদশর্ণ করেনা।
মাওলানা নূরী আরো বলেন, রাসুলে করিম (স:) ব্যবসায় মিথ্যাচারের আশ্রয় নিয়ে পণ্য বাজারজাত করণ থেকে যেমন সতর্ক করে দিয়েছেন তেমনি সৎ ন্যায় পরায়ন ব্যবসায়ীদেরকে পরকালে নবী , সিদ্দিকীন ও আল্লাহর পথে জীবন বিসর্জনকারী শহীদদের সঙ্গী হবে বলেও ঘোষণা দিয়েছেন,প্রধান মুফাস্সির ব্যবসায়ীদেরকে নকল ক্রেতা সেজে পণ্যের উচ্চমূল্য হাঁকানো ও প্রকৃত ক্রেতাকে ধোঁকায় ফেলে অধিক মুনাফা লাভ করা থেকে বিরত থাকার জন্য আহ্বান জানান।
বণিক সমিতির সভাপতি আলহাজ বশির আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস কে এম মাহমুদুর রহমান মান্নার সঞ্চালনায় মন্নান টাওয়ার সম্মুখস্থ মাঠে অনুষ্ঠিত মাহফিলে বিশেষ মুফাস্সির ছিলেন আর্ন্তজাতিকখ্যাতি সম্পন্ন মোফাস্সির মাওলানা মুফতি আবু হানিফা মোহাম্মদ নোমান, মুহাদ্দিস মাওলানা ক্বারী নুরুল্লাহ, মাওলানা ক্বারী তৌহিদুল ইসলাম, মাওলানা সেলিম উদ্দিন প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন হামিদ সওদাগর, মো: ইউনুছ, কাজী জাহাঙ্গীর, যাকারিয়া, শাহজাহান, নুর আলী, কুতুব উদ্দিন, সরওয়ার, জামাল সরওয়ার প্রমুখ।