দি ক্রাইম নিউজ ডেস্ক: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মানবিক কার্যক্রমে নিরাপদ প্রবেশ অভিগম্যতা বিষয়ক এক গোল টেবিল বৈঠকে মানবিক কার্যক্রমে রেড ক্রিসেন্টের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।গত ৩০ নভেম্বর সকালে কক্সবাজারের একটি হোটেলে উল্লেখিত বিষয়ক গোল টেবিল ডায়ালগ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কক্সবাজার ইউনিটের আয়োজনে অনুষ্ঠিত হয়।
বিশেষ করে কক্সবাজারে অবস্থিত বল পূর্বক বাস্তুচ্যুত মায়ানমার নাগরিকদের বিভিন্নমূখী মানবিক সহায়তা প্রদান, সিপিপি, পিএমও, এমআরআরও,পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন, ইকোসেক ও অন্যান্য কার্যক্রমের মাধ্যমে সাইক্লোনসহ জলবায়ু দূর্যোগ ও অন্যান্য মানবিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে জরুরী সেবা ও জীবন বাঁচাতে সহায়তা প্রদান।
ডায়লগের মূল প্রত্যাশা হচ্ছে- “বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এর আইনগত ভিত্তি পিও ২৬ এবং সরকারের সহযোগী সংগঠন হিসেবে এর কার্যক্রম, অন্যান্য উন্নয়ন এবং বেসরকারী সংস্থা বা এনজিও থেকে আলাদা। যার কারনে সংবেদনশীল এবং স্পর্শকাতর পরিস্থিতিতে মানবিক সহায়তা দেয়ার জন্য বিডিআরসিএস কে ঘটনাস্থলে দ্রুত পৌছাঁতে প্রয়োজনীয় সহায়তা করা।”
অনুষ্ঠানে সোসাইটির মহাসচিব ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাক্তন সচিব ফিরোজ সালাউদ্দিন, আইসিআরসির হেড অব ডেলিগেশন মিজ কাটিয়া লরেন্স, বাংলাদেশ ও হেড অব সাব-ডেলিগেশন কক্সবাজার মানিস দাশ, আইএফআরসির হেড অব সাব-ডেলিগেশন কক্সবাজার ও সোসাইটির পরিচালক ও আহবায়ক সেফার অ্যাকসেস বেলাল হোসেন, যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক ইমাম জাফর সিকদার এবং সেফার অ্যাকসেস স্টেয়ারিং কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পরিষদ ও কক্সবাজার রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী। আরও উপস্থিত ছিলেন কক্সবাজারের পৌর মেয়র, শরণার্থী বিষয়ক হাই কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন, সেনা বাহিনী্যাব, বিজিবি, কোস্ট গার্ড, আনসার, এনএসআই, ডিজিএফআই, স্বাস্থ্য, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধি এবং অন্যান্য উচ্চ পদস্থ প্রশাসনিক কর্মকর্তাগন।
Post Views: 656