প্রেস বিজ্ঞপ্তি: হাটহাজারী ছিপাতলী জামেয়া গাউছিয়া মূঈনীয়া কামিল (এমএ) মাদরাসা ইমামুল আউলিয়া গাউসুল আযম শায়খ সৈয়দ আবদুল কাদের জিলানি (রা)’র বার্ষিক ফাতেহা, গাউছে আল্লামা মুহাম্মদ আজিজুল হক আলকাদেরী (রহ)’র মাসিক ফাতেহা এবং ছিপাতলী কামিল মাদরাসায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃক – আল্-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ ও দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগকে মাস্টার্স এর অনুমোদন দেওয়ায় শোকরানা ও দোয়া মাহফিল আজিজিয়া কাজেমী কমপ্লেক্সে ট্রাস্ট বাংলাদেশের ব্যবস্থাপনায় মাদ্রাসা অধ্যক্ষ, দরবারে কাদেরিয়া চিশতীয়া আজিজিয়ার সাজ্জাদানশিন পীরে তরিকত আল্লামা আবূল ফরাহ মুহাম্মদ ফরিদউদ্দীন আল্-কাদেরী (মঃজিঃআঃ) সভাপতিত্বে ৩০ নভেম্বর মঙ্গলবার হযরত ইমাম শাহ আহমদ রেজা (রহ:) অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন আল্লামা শফিউল আলম নেজামী, মুহাদ্দিছ আল্লামা আবুল কাসেম মুহাম্মদ ইউসুফ আলকাদেরী, মাওলানা মোহাম্মদ ওমর ফারুক নঈমী, মাওলানা মোহাম্মদ আবদুন নবী, মাওলানা মুঈনুদ্দীন খান মামুন, মাওলানা মোহাম্মদ ফখরুদ্দীন আল্ কাদেরী, মাওলানা কাজী মোহাম্মদ শফিউল আযম, মাওলানা মোহাম্মদ মহিউদ্দীন, উপাধ্যক্ষ আল্লামা মুহাম্মদ আবদুল অদুদ আল-কাদেরী, মাওলানা মোহাম্মদ কামাল উদ্দিন, মাওলানা শফিউল আলম আজিজি, বিশিষ্ট রাজনীতিবিদ মুহাম্মদ ইসমাইল হোসেন, আলহাজ দোস্ত মুহাম্মদ সওদাগর, মুফতি মুহাম্মদ আবদুচ ছমদ, অধ্যাপক মাহফুজুল হক, অধ্যাপক আলি আজগর, মাওলানা আসিফ সাইফুদ্দীন চৌধুরী, আলহাজ মোহাম্মদ জয়নাল আবেদিন সওদাগর, মাওলানা সৈয়দ মুহাম্মদ সাইফুদ্দীন আনছারী প্রমুখ।
মাহফিলের কর্মসূচির মধ্যে ছিল- বাদে জোহর খতমে কোরআন শরীফ দুটি এবং খতমে গাউছিয়া আলীয়া শরীফ ও বিশ্ব মুসলিম উম্মাহর জন্য দোয়া ও মোনাজাত ।