মিরসরাই এসোসিয়েশন-চট্টগ্রাম’র সাংগঠনিক মাসের কার্যক্রম শুরু হয়েছে। মহান বিজয়ের মাসের প্রথম দিন আজ বুধবার (০১ ডিসেম্বর) সকলে সাড়ে ৯টায় হালিশহরস্থ এসোসিয়েশনের নিজস্ব কার্যালয় ‘মিরসরাই ভবনে’ এ কার্যক্রমের উদ্বোধন করেন এসোসিয়েশনের সভাপতি শ্রী কালু কামুার দে।
সাধারণ সম্পাদক এস. এম. আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে গঠনতন্ত্রনুসারে আগ্রহীদেরকে এই মাসে নতুন দাতা, পৃষ্ঠপোষক ও আজীবন সদস্য করে এসোসিয়েশনে সম্পৃক্তকরণ এবং আগামি ৩০ ডিসেম্বর পুর্নমিলনী অনুষ্ঠানে নিবন্ধনপূর্বক প্রবেশ পত্র প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।
বক্তব্য রাখেন, এসোসিয়েশন কর্মকর্তা এস এম মহিউদ্দিন, তৌহিদ উদ দৌজ্জা ভূঁঁঞা, লায়ন এ জেড এম সাইফুল ইসলাম টুটুল, মোহাম্মদ বেলায়েত হোসেন,মেহেদী হাসান চৌধুরী, আনোয়ারুল আজিম চৌধুরী, রাশেদা আক্তার মুন্নী, এস এম নিজাম উদ্দিন হারুন, মো.আইয়ুব আলী, এড. এমরান উদ্দিন স্বপন, আজীবন সদস্য বিশ্বজিৎ পাল, কাজী মোহাম্মদ জুলফিকার আলী হায়দার, মোহাম্মদ মেহেদী হাসান প্রমূখ।-প্রেস বিজ্ঞপ্তি