ক্রাইম প্রতিবেদক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ বুধবার (০১ ডিসেম্বর) সকালে মহানগর এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে পলিথিন মুক্ত বাজার ও পরিবেশ বান্ধব নগরী গড়ার লক্ষ্যে কর্ণফুলী মার্কেট ও কাজীর দেউরী কাঁচা বাজারে পরিচালিত অভিযানে কর্ণফুলী মার্কেটের নুর ট্রেডার্স, কাজীর দেউরী বাজারে মেসার্স জীবন গ্রোসারী ও ফলের দোকানে পলিথিন ব্যাগ পাওয়ায় তিন দোকানদারের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৮হাজার টাকা জরিমানা করা হয় এবং পলিথিন ব্যবহার না করার জন্য বাজারের ব্যবসায়ীদেরকে নির্দেশনা প্রদান করা হয়।
অপর এক অভিযানে পাহাড়তলী বাজার এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারীপণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে পাহাড়তলী বেকারীর বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।