নিজস্ব প্রতিবেদক: ঢাকা উওর সিটি কর্পোরেশন আওতাধীন বাসাবাড়ি ও রেস্তোরার বর্জ্য অপসারণের জন্য ৩০ টাকার বিল ১৫০ টাকা দিয়ে আসলেও নির্বাচনের পর তা আরো বাড়ানোর অভিযোগ করছেন স্থানীয়রা। তবে কোনো কাজের সেবামূল্য বাড়োনো হয়নি দাবি করে একাধিক কাউন্সিলর। কেউ বাড়তি টাকা চাইলে পুলিশে ধরিয়ে দেয়ার অনুরোধও করেন তারা।
জানা যায়,কিছুদিন আগেও এই ময়লা নিয়ে এলাকার আওয়ামীলীগ নেতা আমিনুল ইসলাম হান্নান ও সোহেল রেজার সাথে মধ্যে ঝগড়া সৃষ্টি হয়।ময়লার লাইন দখল করতে এসে নিহত হন সোহেল রেজার ভাই আবদুর রশিদ।এই ঘটনায় আমিনুল ইসলার হান্নান কে আসামি করে একটি মামলা দায়ের করেন সোহেল রেজার পরিবার। আমিনুল ইসলাম হান্নান জেলে থাকা অবস্থায় এই ময়লার লাইন দখলে নিয়ে নিয়েছে সোহেল রেজার লোকজন।এখন ময়লার এক তরফা ব্যবসা করে যাচ্ছে সোহেল।সোহেল রেজার পূর্ব পুরুষ বি এন পি করলেও তিনি বর্তমান বিমানবন্দর থানার আওয়ামীলীগের সহ সভাপতি।বর্তমান তিনি ঢাকা ১৮ আসনের এম পির আর্শিবাদ পরিপুষ্ট হয়েছে।
রাজধানীর দক্ষিণখান এলাকার সিটি কমপ্লেক্স এর বাসিন্দা রুমা আক্তার জানান, আমি দীর্ঘদিন এই এলাকায় বসবাস করি।এখানে অনেক কিছু জানি আমি।তবে সাধারণ মানুষের প্রতি অবিচার করা হচ্ছে এখানে।৩০ টাকার ময়লা ১৫০ টাকা কোন ভাবেই হতে পারে না।
দক্ষিণখান পশ্চিম আইনুছবাগ এলাকার জনৈক ব্যক্তি জানায়, এখানে সব নেশাখোর ছেলে পেলেরা আসে।বাড়তি টাকা কেন নিচ্ছেন এই কথা জিগ্যেস করলেই খারাপ আচরণ করে।ওদের মতো লোকের সাথে আমাদের তর্ক উচিৎ না। যার কারণে আমরা চুপচাপ থাকি।
একই এলাকার অপর এক বাসিন্দা মো: তুহিন জানান, সিটি কর্পোরেশন থেকে বর্জ্য সংগ্রহের নির্ধারিত ফি ৩০ টাকা হলেও সংগ্রহকারিরা তা বাড়িয়ে র্দীঘদিন থেকে ১৫০ টাকা করে প্রতিটি বাসাবাড়ি ও ফ্ল্যাট থেকে আদায় করছেন।
এই বিষয় ঢাকা উওর সিটি কপোরেশনের ৪৮ নং ওয়াড কাউন্সিলর জানান, ওনাদের অনেক বার নিষেধ করা হয়েছে, কিন্তু কথা শুনছে না।