নিজস্ব প্রতিবেদক : বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বাকলিয়া কালামিয়া বাজারের কেবি কনভেনশন হলে আজ মঙ্গলবার (৩০ নভেম্বর) বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশকে কেন্দ্র করে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
সময় বাড়ার সঙ্গে সঙ্গে প্রধান সড়ক থেকে অলিগলি পর্যন্ত ছিল যানবাহনের প্রচণ্ড চাপ। দুপুর আড়াইটার দিকে নতুন ব্রিজ থেকে রাহাত্তারপুল পর্যন্ত যেন স্থবির হয়ে পড়ে সব সড়ক। অসহনীয় যানজটে দুর্ভোগে পড়েন বিভিন্ন গন্তব্যের মানুষ। গন্তব্যে পৌঁছাতে যাত্রীদের সময় লাগছে দ্বিগুণ বা তারও বেশি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দুপুরের কিছু আগে থেকেই নগরে ঢুকতে শুরু করে নেতাকর্মীদের বহনকারী বাস-মাইক্রোবাস। সবার গন্তব্য একদিকে হওয়ায় বাকলিয়ামুখী রাস্তাগুলোয় যানবাহনের চাপ বেড়ে যায়।
Post Views: 504