কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা সদর দক্ষিণ লালবাগ গ্রামে জায়গায় সম্পত্তির জের ধরে কুপিয়ে জখম ও মেরে ফেলার হুমকি, লালবাগ মধ্যম পাড়া গ্রামের মৃত হাকিম আলীর ছেলে মোঃ বাচ্চু মিয়ার সঙ্গে ওই গ্রামের রুহুল আমিন গংদের সঙ্গে জায়গায় সম্পত্তি নিয়ে উভয় পক্ষ থানায় একটি অভিযোগ করে।
বাদী বাচ্চু মিয়া সাংবাদিকদের জানান, আমাদের মালিকানা সম্পত্তি নিয়ে বিবাদী গং একটি মিথ্যা বানোয়াট দলিল সৃষ্টি করে তা কোথাও প্রমাণ করতে পারেনি, গ্রামে অনেক বার সালিস দরবার হয়েছে কিন্তু বিবাদী গং সমাজের রায় কে অমান্য করছে। বিবাদী গং জায়গায় সম্পত্তির বিরোধের জের ধরে পূর্বপরিকল্পিত ভাবে আমার ছেলে কিস্তির টাকা দেওয়ার জন্য রাস্তায় আসলে রুহুল আমিন দলবল নিয়ে এসে ও বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে আমার ছেলে ও আমার পরিবারের উপর আক্রমণ চালায়। একই সাথে বিবাদী গং দলবল নিয়ে আমার বাড়িতে প্রবেশ করে হামলা চালায় এবং একভরি ওজনের একটি স্বর্ণের চেইন ও আমার দোকান থেকে নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায়। আমাদের চিৎকার শুনে এলাকার লোকজন আসলে রুহুল আমিন গং দলবল নিয়ে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে এলাকার লোকজন আমাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করে। এ বিষয়ে কুমিল্লা সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করি। আমি প্রশাসনের কাছে জোরদার দাবী জানাই অতি শীগ্রই আসামীদের কে আইনের আওতায় এনে শাস্তির দাবী করছি।
স্থানীয় লোকেরা এ প্রতিবেদককে জানান, সন্ত্রাসীদের কারণে আমরা গ্রাম বাসীদের মনে আতঙ্ক বিরাজ করছে এই ভাবে দিনে দুপুরে এসে বাড়িতে ঢুকে সন্ত্রাসীরা হামলা চালায় তাদের কে আইনের আওতায় এনে আমাদেরকে রক্ষা করার দাবি করছি।
বাচ্চু মিয়া জানান, আমি থানায় মামলা করায় বিবাদী গং আমাকে ও আমার পরিবারকে বিভিন্ন ধরনের হুমকি ও মেরে ফেলার হুমকি দিয়ে যাচ্ছে, ও আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করবে।