দি ক্রাইম নিউজ ডেস্ক: দর্শনা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ১ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ আজিজুল ইসলাম সেন্টু (২০)।
আজ মঙ্গলবার (৩০ নভেম্বর) রাত আড়াইটায় চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এর সার্বিক দিক নির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ এ এইচ এম লুৎফুল কবীর এর নেতৃত্বে দর্শনা থানার চৌকস অফিসার ফোর্স এসআইমোঃ মাসুদ রানা, এএসআই মোঃ কাজী আব্দুল মান্নান সঙ্গীয় ফোর্সসহ মাদক, অস্ত্র ও জুয়া বিরোধী অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের নাস্তিপুর সাকিনস্থ কবরস্থান পাড়া জনৈক মোঃ খোকন মিয়া (৩৫), পিতা-মৃত আঃ রাজ্জাক এর বাড়ির সামনে পাকা রাস্তার উপর হতে ১ কেজি গাঁজা উদ্ধার করেন এবং জব্দ তালিকা মূলে উদ্ধারকৃত মালামাল জব্দ করেন এবং জব্দ তালিকায় উপস্থিত সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করেন।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।
Post Views: 207