নিজস্ব প্রতিবেদক : প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহে ও মহান জাতীয় সংসদে আসন সংরক্ষনের বিষয়ে জাতীয় পাটির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের-এর সহিত বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (বিপিইউএস) এর উদ্যোগে ও এনডিআই-এর সহযোগীতায় আজ সোমবার (২৯ নভেম্বর) প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিষ্ঠান সমূহের প্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভা জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
মতবিনিমিয় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, বদিউল আলম বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন প্রতিষ্ঠান সমূহের প্রতিনিধিবৃন্দ তাদের বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথি মহোদয়ের নিকট প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সংরক্ষিত আসন সহ ১৪টি লিখিত দাবি সম্বলিত সুপারিশমালা দাখিল করা হয়।
Post Views: 532