স্বাধীনতা যুদ্ধে বীরাঙ্গনাসহ বীর মুক্তিযোদ্ধাদের অবদান বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে গতকাল রবিবার (২৮ নভেম্বর) আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  আলোচনা সভায় প্রধান অতিথি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ আবু হেনা মোস্তফা কামাল, এনডিসি স্বাধীনতা যুদ্ধে অগণিত বীরাঙ্গনাসহ বীর মুক্তিযোদ্ধাদের অসীম সাহসিকতা, অসামাণ্য আত্নত্যাগ এবং দেশ স্বাধীন করার ক্ষেত্রে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন।
অতঃপর সিনিয়র সচিব তাঁর লেখা ”শ্যামলের শৈশব” নামক বইটিতে উল্লিখিত ‘রাহেলা’ নামের বীরাঙ্গনা চরিত্রটির স্বাধীনতা পরবর্তী সময়ের দুর্বিষহ জীবনযাত্রার চিত্র তুলে ধরেন।
তিনি আরও বলেন,, এই সকল বীরাঙ্গনা নারীদের, যাঁদের সর্বোচ্চ আত্নত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা তাঁদের অবজ্ঞা বা অবমূল্যায়িত করার সুযোগ নেই। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাকে চিন্তা-চেতনায় ও মননে সর্বোচ্চ শিখরে রাখতে হবে।
এছাড়া মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীগণ মুক্তিযুদ্ধে বীরাঙ্গনাসহ মহান বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন।
স্বাধীনতা যুদ্ধে বীরাঙ্গনাসহ বীর মুক্তিযোদ্ধাদের অবদান বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে গতকাল রবিবার (২৮ নভেম্বর) আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  আলোচনা সভায় প্রধান অতিথি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ আবু হেনা মোস্তফা কামাল, এনডিসি স্বাধীনতা যুদ্ধে অগণিত বীরাঙ্গনাসহ বীর মুক্তিযোদ্ধাদের অসীম সাহসিকতা, অসামাণ্য আত্নত্যাগ এবং দেশ স্বাধীন করার ক্ষেত্রে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন।
অতঃপর সিনিয়র সচিব তাঁর লেখা ”শ্যামলের শৈশব” নামক বইটিতে উল্লিখিত ‘রাহেলা’ নামের বীরাঙ্গনা চরিত্রটির স্বাধীনতা পরবর্তী সময়ের দুর্বিষহ জীবনযাত্রার চিত্র তুলে ধরেন।
তিনি আরও বলেন,, এই সকল বীরাঙ্গনা নারীদের, যাঁদের সর্বোচ্চ আত্নত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা তাঁদের অবজ্ঞা বা অবমূল্যায়িত করার সুযোগ নেই। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাকে চিন্তা-চেতনায় ও মননে সর্বোচ্চ শিখরে রাখতে হবে।
এছাড়া মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীগণ মুক্তিযুদ্ধে বীরাঙ্গনাসহ মহান বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন।