আন্তর্জাতিক ডেস্ক: ইংল্যান্ডে ফের বাধ্যতামূলক হচ্ছে ফেস মাস্ক পরা। দোকানপাট ও গণপরিবহনে চড়ার ক্ষেত্রে এই বিধিনিষেধ আসবে। আগামী মঙ্গলবার ৩০ নভেম্বর থেকে কার্যকর হবে এই সিদ্ধান্ত। রবিবার ২৮ নভেম্বর এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, দেশটির হেলথ সেক্রেটারি সাজিদ জাভিদ জানিয়েছেন, বিদেশিদের এদেশে ঢোকার ক্ষেত্রে যত দ্রুত সম্ভব পিসিআর টেস্ট দরকার পড়বে। তবে এজন্য যুক্তরাজ্যের চার দেশেরই একমত হতে হবে। নিবার দেশটিতে দু’জনের শরীরে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়। এরপরই নতুন বিধি-নিষেধের ঘোষণা দেয়া হলো। দেশটির কর্মকর্তারা বলেছেন, ওমিক্রন আক্রান্ত দু’জনের সঙ্গে দক্ষিণ আফ্রিকা ভ্রমণের সম্পর্ক আছে।
Post Views: 212