লিটন কুতুবী, কুতুবদিয়া: ভোটারের মনে নিবার্চনী আমেজ না থাকলেও প্রার্থীদের প্রচার প্রচারণা থেমে নেই। চেয়ারম্যান,সংরক্ষিত মহিলা সদস্য, সাধারণ সদস্য মেম্বার প্রার্থীরা চষে বেড়াচ্ছে ভোটারদের দুয়ারে দুয়ারে। তারপরও শীতের আমেজ অনুভব করলেও ভোটারগণ ভোটের আমেজ গায়ে নিচ্ছে না। প্রথম দফায় ইউপির নির্বাচন তফসিল ঘোষনায় কুতুবদিয়া উপজেলার ছয় ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান,মহিলা সদস্য,মেম্বার পদে নির্বাচন সম্পন্ন করার জন্য প্রস্তুতি নিলেও করোনা ভাইরাস রোগের কারণে পরপর তিনবার নির্বাচন পিছানো হয়।
সর্বশেষ গত ২০ সেপ্টম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনী সহিংসতার কারণে বড়ঘোপ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পিলটকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ওয়ার্ড আ’লীগের সভাপতি আবদুল হালিম নিহত ও ৬/৭ জন গুলিবিদ্ধ হয়। যার ফলে কেন্দ্রটি স্হগিত হয়ে যায়। নির্বাচন কমিশন কতৃর্ক ঘোষিত আগামী ৩০ নভেম্বর স্থগিত কেন্দ্রটি পূননির্বাচনের তফসিল ঘোষনা করে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগের প্রার্থী, বড়ঘোপ ইউনিয়ন আ’লীগের সভাপতি আবুল কালাম ( প্রতীক নৌকা), বর্তমান চেয়ারম্যান আ,ন,ম শহীদ উদ্দিন ছোটন (প্রতীক ঘোড়া) সংরক্ষিত মহিলা সদস্য বর্তমান শাহেনা আকতার (প্রতীক কলম) রওশন আরা (প্রতীক তালগাছ) জোসনা আকতার (প্রতীক মাইক) সাধারণ সদস্য মেম্বার পদে মিজানুর রহমান (প্রতীক আপেল) সেলিম উল্লাহ (প্রতীক টিউবওয়েল) নজরুল ইসলাম (প্রতীক ফুটবল) সালা উদ্দিন (প্রতীক মোরগ)। এ ভোট কেন্দ্রে মোট ভোটার ২৪৭৯ জন।
তুচ্ছ ঘটনার মধ্যদিয়ে প্রচার প্রচারণা চালাচ্ছে চেয়ারম্যান,সংরক্ষিত মহিলা সদস্য, সাধারণ সদস্য মেম্বার তিন স্থরের প্রার্থীরা। জনশক্তি ও পেশীশক্তি উভয়ই সমান তালে চালিয়ে যাচ্ছে প্রার্থীরা।
Post Views: 210