ক্রাইম প্রতিবেদক: মুজিববর্ষ ও মহান স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীতে বিজয় দিবস-২০২১ উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ চট্টগ্রাম জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জসীম উদ্দিনের সঞ্চালনায় গতকাল শুক্রবার (২৬ নভেম্বর) বিকালে মতবিনিময় ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী দেওয়ান মাকসুদ আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট এর প্রাক্তন অধ্যাপক প্রকৌশলী মোঃ নুরুল কবির ।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি আবুল কালাম আজাদ, জনসংযোগ ও প্রচার সম্পাদক মোঃ রফিকুর রহমান, নির্বাহী সদস্য মির্জা নুরুজ্জামান, সাদরুল হক, শাহীন চৌধুরী, আবু সালেহ বাপ্পী, মির্জা রবিউল হোসেন নয়ন, ফরহাদুল আলম সানি, প্রকৌশলী ও সহকারী নগর পরিকল্পনাবিদ আবিদুর রহমান, রফিকুল ইসলাম নান্টু, মোঃ আব্দুল করিম (মামুন), কংকন সাহা, অরুপ প্রসাদ ভৌমিক সহ বিভিন্ন সার্ভিস এসোসিয়েশন সমূহের অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখতে এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে তাদের আয়োজন অব্যাহত থাকবে ।
উক্ত সভা থেকে আগামী ১৪ই ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা দিবস উপলক্ষে বিকাল ৪ টায় পাহাড়তলী বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পন,
মোমবাতি প্রোজ্জ্বলন ও ১৬ই ডিসেম্বর মহান স্বাধীনতা দিবস-২০২১ উদযাপন উপলক্ষে গৃহীত কর্মসূচীতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং নেতৃবৃন্দকে উপস্থিত থাকার আহ্বান জানান মিডিয়া কমিটির আহ্বায়ক প্রকৌশলী মোঃ রফিকুর রহমান ।
Post Views: 202