দি ক্রাইম নিউজ ডেস্ক: সৌন্দর্যবর্ধনের নামে কোর্ট হিলের চলাচলের একমুখী রাস্তা সরু করে প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে চট্টগ্রামের জেলা প্রশাসকের প্রতি আইনজীবী সমিতির আহবান জানিয়েছেন।
শত বছরের ঐতিহ্য লালিত পুরাতন আদালত ভবনের সম্মুখভাগে জেলা প্রশাসক এককভাবে তাদের নিয়ন্ত্রণে নিয়ে সৌন্দর্যবর্ধনের নামে আদালতে আসা বিচারপ্রার্থী জনগণের চলাচলে এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চলাচলের একমুখী রাস্তা সরু করে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মুহাম্মদ এনামুল হক এবং সমিতির সাধারণ সম্পাদক এ.এইচ.এম. জিয়াউদ্দিনসহ কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সকল বিজ্ঞ সদস্যগণ।
নেতৃবৃন্দরা বলেন, প্রতিদিন হাজার হাজার বিচারপ্রার্থী জনগণ ন্যায়বিচার প্রাপ্তির লক্ষ্যে আদালত অঙ্গনে আসা যাওয়া করে। যার কারণে অসংখ্যা মানুষের আনাগোণা হয় এবং অতিরিক্ত যানবাহন চলাচল করে। বিচারপ্রার্থী জনগণের পাশাপাশি বিজ্ঞ বিচারক, বিজ্ঞ আইনজীবী ও সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ প্রতিনিয়ত বিভিন্ন কাজে আদালতে আসা যাওয়া করেন যার কারণে যানবাহনের চাপ মাত্রারিক্ত।
সম্প্রতি জেলা প্রশাসক তাঁর কার্যালয়ের সম্মুখ রাস্তা সরু করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে যার ফলে বিচারপ্রার্থী জনগণ এবং বিজ্ঞ বিচারক ও বিভিন্ন শ্রেনীর মানুষের গাড়ি চলাচলে বিঘ্ন ঘটিয়ে অতিরিক্ত জ্যাম সৃষ্টি হচ্ছে। এমতাবস্থায় নেতৃবৃন্দরা অবিলম্বে উক্ত প্রতিবন্ধকতা অপসারন করার জন্য চট্টগ্রামের জেলা প্রশাসকের প্রতি আহবান জানান।
উল্লেখ্য যে, গত ০৩.০৮.২০২১ইং তারিখে চট্টগ্রামের পুরাতন আদালত ভবনের সম্মুখভাগে জেলা প্রশাসক কর্তৃক পাকিং স্থান ও গেইট নির্মানের কাজ শুরু করলে উক্ত বিষয় নিয়ে আইনজীবী সমিতি সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে পত্র প্রেরণ করলে জেলা প্রশাসক কাজ বন্ধ করতে বাধ্য হন।
Post Views: 211