ইজাজুলঃ রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক এর অভিযানে বিভিন্ন  সময় ভূমিদস্যুতার সংবাদ চোখে পড়লেও ব্যাবস্থা নেওয়া হয়না।  ফলে রাজধানীর উত্তরায় বিভিন্ন রোডে দেখা যায় রাজউক এর জায়গায় অবৈধ স্থাপনা। তুরাগে রাজউকের যায়গা দখল করে আওয়ামী লীগের রাজনৈতিক ব্যানার ব্যাবহার করে ৫২নং ওয়ার্ডে ইব্রাহীম মেম্বারের ক্যাডার বাহিনী দিয়ে বেআইনী ভাবে প্লট বিক্রি করার অভিযোগ উঠেছে।

আওয়ামী লীগের কথিত নেতা, সাবেক মেম্বার ইব্রাহীম এর নেতৃত্বে এসব দখল বাজি চলছে । ঢাকা উত্তর মহানগর আওয়ামী লীগের রাজনৈতিক অঙ্গনে ৫২ নং ওয়ার্ডের বলিষ্ঠ এক আওয়ামী লীগ নেতা জানান,দীর্ঘদিন ধরেই এসব দখল বাজি চলছে। প্রায় দুই শতাধিক দোকান গড়ে উঠেছে  পঞ্চবটি এলাকায়।  এগুলো রাজউকের জায়গা যা এখন ভূমি দস্যূর হাতে প্লট আকারে বিক্রি হচ্ছে।

নাম না বলা শর্তে এক আওয়ামী লীগের আরেক নেতা জানান, রাজউকের ভূমি দখল বাজের মূল হোতা ইব্রাহীম মেম্বার। ৫২ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত ১৮ নং সেক্টরের পাশে দিয়াবাড়ির পঞ্চবটি এলাকায় রাস্তার দু ধারে তাকালেই চোখে পড়ে রাজউকের জায়গা,যেখানে গড়ে উঠেছে নানা ধরণের দোকান।

অভিযোগ উঠেছে, রাজউকের এসব জায়গা দখল করে ৪০ থেকে ৫০ হাজার টাকায় প্লট আকারে বিক্রয় করছে। এ সব প্লট কিনে দোকান বসাতে দেখা যাচ্ছে দোকানিদের। তবে তথ্য সূত্র নিশ্চিত করে দেখা গেছে,  রাজউকের জায়গা কিছু দিন আগেও ফাঁকা ছিল। জনস্বার্থে রাজউকের আশে পাশের ফাঁকা জায়গা গুলোতে বনায়নের জন্য সংরক্ষিত আছে বলে বিলবোর্ডে দেখা যায়। এই জায়গাটাও তেমনি ভাবে ফাঁকাই ছিল। কিন্ত এখন ভূমিদস্যূ ইব্রাহিম মেম্বার এর দখলে।

সরজমিনে গিয়ে দোকানীদের সাথে কথা বলে জানা যায়, এক একটা প্লট তারা কিনছে ৫০ হাজার টাকা করে। আর এই দখল বাঁজির হোতা ইব্রাহীম মেম্বার। তার সাথে সহযোগিতায় আছে ৫২ নং ওয়ার্ড শ্রমিক লীগ নেতা রুস্তম আর ফারুক।

এ বিষয়ে শ্রমীক লীগের কথিত নেতা রুস্তম বলেন, রাজউকের জায়গা আমি দখল বাঁজি করি না এখানে আমারও একটা দোকান আছে আমি ব্যাবসা করি। এ বিষয়ে স্থানীয় লোকজনের সাথে কথা বললে ইব্রাহীম মেম্বারের সাথে, চাঁদাবাজ রুস্তম আর ফারুকের নামটা বার বার উঠে আসে। তবে এব্যাপারে ইব্রাহিম মেম্বার কে যোগাযোগের চেষ্টা করা হলে মুঠোফোনে তাকে পাওয়া যায় নি।

ইজাজুলঃ রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক এর অভিযানে বিভিন্ন  সময় ভূমিদস্যুতার সংবাদ চোখে পড়লেও ব্যাবস্থা নেওয়া হয়না।  ফলে রাজধানীর উত্তরায় বিভিন্ন রোডে দেখা যায় রাজউক এর জায়গায় অবৈধ স্থাপনা। তুরাগে রাজউকের যায়গা দখল করে আওয়ামী লীগের রাজনৈতিক ব্যানার ব্যাবহার করে ৫২নং ওয়ার্ডে ইব্রাহীম মেম্বারের ক্যাডার বাহিনী দিয়ে বেআইনী ভাবে প্লট বিক্রি করার অভিযোগ উঠেছে।

আওয়ামী লীগের কথিত নেতা, সাবেক মেম্বার ইব্রাহীম এর নেতৃত্বে এসব দখল বাজি চলছে । ঢাকা উত্তর মহানগর আওয়ামী লীগের রাজনৈতিক অঙ্গনে ৫২ নং ওয়ার্ডের বলিষ্ঠ এক আওয়ামী লীগ নেতা জানান,দীর্ঘদিন ধরেই এসব দখল বাজি চলছে। প্রায় দুই শতাধিক দোকান গড়ে উঠেছে  পঞ্চবটি এলাকায়।  এগুলো রাজউকের জায়গা যা এখন ভূমি দস্যূর হাতে প্লট আকারে বিক্রি হচ্ছে।

নাম না বলা শর্তে এক আওয়ামী লীগের আরেক নেতা জানান, রাজউকের ভূমি দখল বাজের মূল হোতা ইব্রাহীম মেম্বার। ৫২ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত ১৮ নং সেক্টরের পাশে দিয়াবাড়ির পঞ্চবটি এলাকায় রাস্তার দু ধারে তাকালেই চোখে পড়ে রাজউকের জায়গা,যেখানে গড়ে উঠেছে নানা ধরণের দোকান।

অভিযোগ উঠেছে, রাজউকের এসব জায়গা দখল করে ৪০ থেকে ৫০ হাজার টাকায় প্লট আকারে বিক্রয় করছে। এ সব প্লট কিনে দোকান বসাতে দেখা যাচ্ছে দোকানিদের। তবে তথ্য সূত্র নিশ্চিত করে দেখা গেছে,  রাজউকের জায়গা কিছু দিন আগেও ফাঁকা ছিল। জনস্বার্থে রাজউকের আশে পাশের ফাঁকা জায়গা গুলোতে বনায়নের জন্য সংরক্ষিত আছে বলে বিলবোর্ডে দেখা যায়। এই জায়গাটাও তেমনি ভাবে ফাঁকাই ছিল। কিন্ত এখন ভূমিদস্যূ ইব্রাহিম মেম্বার এর দখলে।

সরজমিনে গিয়ে দোকানীদের সাথে কথা বলে জানা যায়, এক একটা প্লট তারা কিনছে ৫০ হাজার টাকা করে। আর এই দখল বাঁজির হোতা ইব্রাহীম মেম্বার। তার সাথে সহযোগিতায় আছে ৫২ নং ওয়ার্ড শ্রমিক লীগ নেতা রুস্তম আর ফারুক।

এ বিষয়ে শ্রমীক লীগের কথিত নেতা রুস্তম বলেন, রাজউকের জায়গা আমি দখল বাঁজি করি না এখানে আমারও একটা দোকান আছে আমি ব্যাবসা করি। এ বিষয়ে স্থানীয় লোকজনের সাথে কথা বললে ইব্রাহীম মেম্বারের সাথে, চাঁদাবাজ রুস্তম আর ফারুকের নামটা বার বার উঠে আসে। তবে এব্যাপারে ইব্রাহিম মেম্বার কে যোগাযোগের চেষ্টা করা হলে মুঠোফোনে তাকে পাওয়া যায় নি।