রাজিব শর্মা :চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত এক আসামীকে শাররিক নির্যাতনের অভিযোগে সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খানসহ পাঁচ জনের বিরুদ্ধে আদালতে মামলার দায়েরের আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরোয়ার জাহানের আদালতে হত্যা মামলায় ফাঁসির দণ্ডিত বন্দি মো. শামীমের স্ত্রী পারভীন আক্তার মামলার আবেদনটি করেন। আদালত আগামী মঙ্গলবার এ বিষয়ে আদালত আদেশ দেবেন বলে জানা গেছে।
আদালতের বেঞ্চ সহকারী মো. বখতিয়ার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, পারভীন আক্তার নামে এক নারী সিনিয়র জেল সুপার ও জেলারসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদনটি করেন। আগামী মঙ্গলবার এ বিষয়ে আদালত আদেশ দেবেন।
মামলার অপর আসামিরা হলেন- জেলার দেওয়ান মোহাম্মদ তারিকুল ইসলাম, ডেপুটি জেলার মো. সাইমুর, আইজি প্রিজনের গোয়েন্দা কারারক্ষী সবুজ দাশ এবং সুবেদার মো. এমদাদ হোসেন।
মামলার অভিযোগে ওই নারী জানান, তার স্বামী শামীম কারা হাসপাতালে ছিলেন। গত ১৭ জুলাই খাবার না পাওয়ায় খাবার চান। এতে ক্ষিপ্ত হয়ে ডেপুটি সাইমুরসহ অপর অভিযুক্তরা তাকে মারধর করেন। পরদিন কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেন। এরপর ১১ নভেম্বর চট্টগ্রাম আদালতে হাজিরা দিতে এসে তিনি মারধরের কথা জানান।
এ বিষয়ে জানতে জেল সুপার শফিকুল ইসলাম খানকে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।
জানা গেছে, মো. শামীমকে একটি হত্যা মামলায় ২০০৭ সালের ২৪ এপ্রিল ফাঁসির আদেশ দেন আদালত। পরে তিনি আপিল করেন। ২০১২ সালে তার সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন উচ্চ আদালত। ২০০৪ সাল থেকে তিনি কারাগারে আছেন।